Wednesday, January 7, 2026

আসরে আইনজীবী অয়ন, শিলিগুড়ি কারখানাকান্ডে নয়া মোড়

Date:

Share post:

শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ীতে একটি বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল কোম্পানির মালিকানা নিয়ে বিতর্কে নতুন মোড় নিল। মালিকানার দাবিদার হিসেবে রমাকান্ত বর্মন নামে এক ব্যক্তি শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, এই কোম্পানির অন্য অংশীদার তাঁতিয়া গ্রুপ তার কাছে হস্তান্তর করেছে। সেই মত তিনি তাঁতিয়া গ্রুপের প্রতিনিধিদের প্রাপ্য অর্থও দিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও তাঁতিয়া গ্রুপ তাঁকে ফ্যাক্টরি চালাতে বাধা দিচ্ছে। রমাকান্ত বর্মন নামে ওই ব্যক্তি এই অভিযোগ করার পাশাপাশি এই ঘটনায় পর্যটন মন্ত্রী গৌতম দেবও অনৈতিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি জটিল করে তুলেছেন বলেও অভিযোগ করেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ নম্বরেও জানিয়েছেন বলে দাবি করেন রমাকান্তবাবু।

তাঁর এই অভিযোগ করার 24 ঘন্টার মধ্যেই তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী পাল্টা সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, ওই কোম্পানির সঙ্গে রমাকান্ত বর্মন কোনও ভাবেই যুক্ত নন। তার নাম এই কোম্পানির অংশীদারিত্ব বা মালিকানা কোথাও নেই। তবু তিনি সাংবাদিক সম্মেলন করে কোনও তথ্য পেশ বা প্রমাণ ছাড়াই একতরফা দাবি করার পাশাপাশি তিনি পর্যটনমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ফোন করার কথা জানিয়ে আদালতকে প্রভাবিত করতে চেয়েছেন। এর রেশ দরে অয়নবাবু সাংবাদিকদের কাছে আবেদন জানান, যেহেতু ওই কোম্পানির অংশীদারিত্ব নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। তাই এই প্রেক্ষাপটে রমাকান্তবাবুর সাংবাদিক সম্মেলনে একতরফা দাবির উপর ভিত্তি করে কোনও সংবাদ পরিবেশন না করাটাই উচিত। কেননা রমাকান্ত বর্মন যে অভিযোগ করেছেন তা এক ধরনের আদালতকে প্রভাবিত করার চেষ্টা।’ এই কোম্পানির মালিকানা নিয়ে যেহেতু ছ’ টি মামলা রুজু হয়েছে তাই খবর করার ক্ষেত্রে এই মামলাগুলির অভিযোগও প্রাধান্য পাওয়া উচিত বলেই মনে করছেন তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেন, কোনও সংবাদমাধ্যম একতরফা খবর করে থাকলে তা নীতিগতভাবে ঠিক নয়। কেননা বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন এবং বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে সেই প্রেক্ষাপটে একজনের বক্তব্যের উপর ভিত্তি করে একতরফা খবর আদালত অবমাননার পাশাপাশি এই মামলাগুলি কে প্রভাবিত করার চেষ্টার মধ্যেও পড়ে।

spot_img

Related articles

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO)...

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি...

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...