Thursday, November 6, 2025

আসরে আইনজীবী অয়ন, শিলিগুড়ি কারখানাকান্ডে নয়া মোড়

Date:

Share post:

শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ীতে একটি বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল কোম্পানির মালিকানা নিয়ে বিতর্কে নতুন মোড় নিল। মালিকানার দাবিদার হিসেবে রমাকান্ত বর্মন নামে এক ব্যক্তি শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, এই কোম্পানির অন্য অংশীদার তাঁতিয়া গ্রুপ তার কাছে হস্তান্তর করেছে। সেই মত তিনি তাঁতিয়া গ্রুপের প্রতিনিধিদের প্রাপ্য অর্থও দিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও তাঁতিয়া গ্রুপ তাঁকে ফ্যাক্টরি চালাতে বাধা দিচ্ছে। রমাকান্ত বর্মন নামে ওই ব্যক্তি এই অভিযোগ করার পাশাপাশি এই ঘটনায় পর্যটন মন্ত্রী গৌতম দেবও অনৈতিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি জটিল করে তুলেছেন বলেও অভিযোগ করেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ নম্বরেও জানিয়েছেন বলে দাবি করেন রমাকান্তবাবু।

তাঁর এই অভিযোগ করার 24 ঘন্টার মধ্যেই তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী পাল্টা সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, ওই কোম্পানির সঙ্গে রমাকান্ত বর্মন কোনও ভাবেই যুক্ত নন। তার নাম এই কোম্পানির অংশীদারিত্ব বা মালিকানা কোথাও নেই। তবু তিনি সাংবাদিক সম্মেলন করে কোনও তথ্য পেশ বা প্রমাণ ছাড়াই একতরফা দাবি করার পাশাপাশি তিনি পর্যটনমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ফোন করার কথা জানিয়ে আদালতকে প্রভাবিত করতে চেয়েছেন। এর রেশ দরে অয়নবাবু সাংবাদিকদের কাছে আবেদন জানান, যেহেতু ওই কোম্পানির অংশীদারিত্ব নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। তাই এই প্রেক্ষাপটে রমাকান্তবাবুর সাংবাদিক সম্মেলনে একতরফা দাবির উপর ভিত্তি করে কোনও সংবাদ পরিবেশন না করাটাই উচিত। কেননা রমাকান্ত বর্মন যে অভিযোগ করেছেন তা এক ধরনের আদালতকে প্রভাবিত করার চেষ্টা।’ এই কোম্পানির মালিকানা নিয়ে যেহেতু ছ’ টি মামলা রুজু হয়েছে তাই খবর করার ক্ষেত্রে এই মামলাগুলির অভিযোগও প্রাধান্য পাওয়া উচিত বলেই মনে করছেন তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেন, কোনও সংবাদমাধ্যম একতরফা খবর করে থাকলে তা নীতিগতভাবে ঠিক নয়। কেননা বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন এবং বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে সেই প্রেক্ষাপটে একজনের বক্তব্যের উপর ভিত্তি করে একতরফা খবর আদালত অবমাননার পাশাপাশি এই মামলাগুলি কে প্রভাবিত করার চেষ্টার মধ্যেও পড়ে।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...