তৃণমূলেই ফিরছেন শোভন ? বৈশাখীর মন্তব্যে নতুন জল্পনা রাজ্য-রাজনীতিতে

সম্ভবত তৃণমূলেই ফিরতে চলেছেন গত 14 আগস্ট দিল্লিতে সখী-সহ বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

শনিবার শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এমন ইঙ্গিত ফের জল্পনা সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে।
এদিন বৈশাখী সংবাদমাধ্যমে দাবি করেছেন, “দলে ফিরে আসার অনুরোধ করে তৃণমূলের এক বর্ষীয়ান নেতা ফের ফোন করেছেন শোভন চট্টোপাধ্যায়কে”।
শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে বলেছেন, “তৃণমূলের ওই শীর্ষনেতা শোভনদাকে বলেছেন, দলে ফিরে এসে পুরনো দায়িত্বই গ্রহন করতে”।
তবে কি শোভন ফিরছেন তৃণমূলে ? এ প্রশ্নের উত্তরে বৈশাখীর জবাব, “সময়ই শেষ কথা বলবে। শোভনদা তৃণমূলের অন্দরে যে প্রশ্ন তুলেছিলেন, দল ঠিকসময়ে তার উত্তর দিলে আজ এসব কথা আলোচনা করার দরকারই হতো না”। একইসঙ্গে বৈশাখী জানিয়েছেন, “আমি আর শোভনদা যেহেতু ‘ডাল-ভাত’, তাই শোভনদা তৃণমূলে ফিরলে আমিও সেই পথই অনুসরন করবো”।
ওদিকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও এদিন বলেচেন, “আমরা শোভনকে সরিয়ে দিইনি। শোভনই নিজে বিজেপিতে যোগ দিয়েছে। তৃণমূলের তরফে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম এবং আমি নিজে শোভনের সঙ্গে কথা বলেছি একাধিকবার”।

Previous articleআসরে আইনজীবী অয়ন, শিলিগুড়ি কারখানাকান্ডে নয়া মোড়
Next articleনির্বাসন থেকে মুক্তি পেলেন দেবরাজ-অভ্র, জরিমানা কমল ডিকা-মেহতাবের