নির্বাসন থেকে মুক্তি পেলেন দেবরাজ-অভ্র, জরিমানা কমল ডিকা-মেহতাবের

সোমবার পিয়ারলেসের কাছে হারের পর উত্তপ্ত হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল মাঠ। রেফারি নিগ্রহের ঘটনায় লাল-হলুদ খেলোয়াড় থেকে ম্যানেজার ও গোলকিপার কোচকে নির্বাসন দিয়েছিল আইএফএ। কিন্তু সেই এক বছরের নির্বাসন উঠে গেল ইস্টবেঙ্গল ম্যানেজার দেবরাজ চৌধুরী এবং গোলকিপার কোচ অভ্র মন্ডলের। বদলে 75 হাজার টাকা করে জরিমানা করা হয়েছে তাঁদের। এর পাশাপাশি লালরিন ডিকা রালতে এবং মেহতাব সিংয়ের জরিমানাও এক লক্ষ টাকা থেকে কমে 75 হাজার টাকা করা হয়েছে।

ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচে রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন লাল-হলুদ ম্যানেজার ও গোলকিপার কোচ এবং ফুটবলাররা। রেফারি নিগ্রহের অভিযোগ ওঠে। রেফারি এবং ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়ার পর আইএফএ শৃঙ্খলারক্ষা কমিটি দেবরাজ চৌধুরী, এবং অভ্র মন্ডলকে এক বছরের জন্য নির্বাসিত করে। দুই ফুটবলার মেহতাব সিং এবং ডিকাকে এক ম্যাচ নির্বাসন এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এই শাস্তির বিরুদ্ধে আইএফএ-তে আবেদন করে ইস্টবেঙ্গল। সেই আবেদন নিয়ে শনিবার বিকেলে আলোচনায় বসেছিল আইএফএ-এর গভর্নিং বডি। সেখানেই শাস্তি কমে গেল দেবরাজ এবং অভ্রর। আর ডিকা ও রালতেরও জরিমানার অর্থ কমেছে।

Previous articleতৃণমূলেই ফিরছেন শোভন ? বৈশাখীর মন্তব্যে নতুন জল্পনা রাজ্য-রাজনীতিতে
Next articleরাজীব কুমার ইস্যুতে দিল্লির CBI এতো ঢিলেঢালা কেন, ধন্দে CGO কমপ্লেক্স