রাজ্য বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান সদস্য সনাতন মুখোপাধ্যায় প্রয়াত হলেন। হাওড়া কোর্টের যশস্বী আইনজীবী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী মহলে। দীর্ঘদিন ধরেই গলার ক্যান্সারে ভুগে শনিবার সকালে মারা যান তিনি। শনিবার দুপুরেই বার কাউন্সিল দফতরে তাঁর দেহ আনা হয়। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন আইনজীবীরা। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব জানিয়েছেন, সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুতে আগামী সোমবার রাজ্যের সব আদালতে আইনজীবীরা কাজে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার শোকসভার আয়োজন করা হয়েছে।
