এবার NRC-বিরোধী কবিতা মমতার

পদযাত্রায় এবং বক্তৃতায় একাধিকবার ঘোষণা করেছেন আগেই। এ বার NRC-বিরোধিতায় কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমার গর্ব মমতা’ ফেসবুক পেজে এই কবিতা আপলোড করা হয়েছে। মমতার এই নতুন কবিতার নাম ‘পরিচয়’।
কবিতার প্রথম পংক্তিতে বলা হয়েছে,

“তোমার পদবি কী? তোমার পিতৃপরিচয়? তোমার ভাষা কী? তোমার ধর্ম কী?
তুমি কী খাও?
জানো না?
তবে যাও, এ পৃথিবীতে তোমার জায়গা নেই”।

কবিতা শেষ হয়েছে এভাবে :
“তুমি কি শাসকের ক্ষমতা জানো?
তুমি কি শোষকদের এজেন্সি চেনো?
তুমি কি একজন প্রতিবাদী?
তুমি কি শাসক বিরোধী?
তবে তুমি দেশ বিরোধী। তোমার জায়গা নেই।”

Previous articleশোভন-বৈশাখী কি তৃণমূলেই ফিরছেন? কথা উঠতেই টিপ্পনী শুরু
Next articleরাজ্য বার কাউন্সিল সদস্যের মৃত্যুতে সোমবার আইনজীবীরা কাজে অংশ নেবেন না