Saturday, December 27, 2025

বিরাটের ‘মিশন 2020 বিশ্বকাপ’, রোহিতের সামনে রেকর্ডের হাতছানি

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমে টি-20 সিরিজ, তারপর একদিনের সিরিজ ও শেষে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসে রীতিমতো টগবগ করে ফুটছে ভারত। আজ, রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হবে কোহলি ব্রিগেডের নতুন জার্নি। টি-20 সিরিজ দিয়ে এই জার্নি শুরু হতে চলেছে।

কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজকে সামান্য একটি সিরিজ বলে মানতে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি। কারণ, সামনে টি-20 বিশ্বকাপ। 2020-র অক্টোবরে শুরু হবে এই বিশ্বকাপ। তাই প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জয় দিয়েই ‘মিশন 2020 বিশ্বকাপ’-এর প্রস্তুতি শুরু করতে চান কোহলি।

দলের মধ্যে সেই অর্থে অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও ‘মেন ইন ব্লু’-তে প্রতিভার ছড়াছড়ি। ব্যাটিং লাইনআপে যেমন রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা, তেমনই বোলিং বিভাগে রয়েছেন তরুণ ক্রুণাল পান্ডিয়া, দীপক চাহার, রহুল চাহার ও ওয়াশিংটন সুন্দর। যদিও শনিবার পর্যন্ত ভারতের চার নম্বরে পজিশনে কে খেলবেন, তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। গত বুধবার অবশ্য শহরে এসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল তৈরি, এমনটাই বলে গিয়েছিলেন ঋষভ পন্থ।

আরও পড়ুন – প্রোটিয়াদের বিরুদ্ধে ‘অন দ্য ফিল্ড’ নজরে রোহিত-বিরাট দ্বৈরথ

তবে এই সিরিজ 2020 বিশ্বকাপের আগে শুধুই প্রস্তুতির শুভ সূচনা নয়, রেকর্ডের বিরাট হাতছানি রয়েছে রোহিত শর্মার সামনে। বিশ্বকাপে তাঁর দুরন্ত ফর্ম দেখেছে সকলে। এবার পালা দক্ষিণ আফ্রিকায় তাঁর নয়া রেকর্ড গড়ার।

ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সব্বোর্চ রানের মালিক রোহিত। সবচেয়ে বেশি সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশেই। এখানেই শেষ নয়, টি-20-তে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কৃতিত্বও রয়েছে ‘হিটম্যান’-এর। এবার তাঁর সামনে প্রোটিয়াদের বিরুদ্ধে কুড়ি-বিশের ফরম্যাটে সবচেয়ে বেশি রানের অধিকারী হয়ে ওঠার হাতছানি। এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 424 রান করে তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। আর 84 রান করলেই কিউয়ি ব্যাটসম্যানকে টপকে যাবেন রোহিত। তাঁর ঝুলিতে রয়েছে 340 রান।  এখন দেখা যাক, তিনি এই রেকর্ড গড়তে পারেন কিনা ও ভারত জয় পায় কিনা।

আরও পড়ুন – সৌরভকে বিচারপতি জৈনের পাঠানো চিঠি নিয়েই ধোঁয়াশা

spot_img

Related articles

দীপু দাস খুনে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন! মোদিকে নিশানা অভিষেকের

বাংলাদেশে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে দীপু দাসকে খুনের ঘটনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।...

নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

নন্দীগ্রাম নিয়ে এবার বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এলাকার মানুষের দাবি মেনে এবার...

চন্দ্রভাগার উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, চাপ বাড়ছে ইসলামাবাদের!

প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত আবহে (Indus Water Treaty suspended)এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে চন্দ্রভাগা নদীর...

‘সফট টার্গেট’ বয়স্করাই! SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, কমিশনকে চিঠি প্রতিনিধি দলের

নিজেদের পছন্দমতো ভোটার বাছাই করার চেষ্টা চলছে! এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার...