Saturday, November 15, 2025

হিন্দি নয়: অমিতের সাফাইয়েও বিতর্ক থামছে না

Date:

Share post:

মাতৃভাষাকে বাদ দিয়ে হিন্দি চাপানোর কথা কখনও বলিনি। আমার নিজের মাতৃভাষা তো গুজরাটি। আমি শুধু বলেছি, মাতৃভাষার পর দ্বিতীয় ভাষা হিসাবে ভারতে হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা। হিন্দি ইস্যুতে হাওয়া বুঝে অমিত শাহ এই সাফাই দেওয়ার চেষ্টা করলেও বিতর্ক থামছে না। অনেকেই বলছেন, দ্বিতীয় ভাষা হিসাবে শুধুই গুরুত্ব দেওয়ার কথা তো বলেননি উনি। গোটা দেশের ভাষা হিসাবে আঞ্চলিক ভাষাগুলির উপর হিন্দিকে চাপিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল। তখন ওঁর যুক্তি ছিল এদেশের অধিকাংশ মানুষ হিন্দিতে কথা বলে, তাই হিন্দিই হোক ব্যবহারের ভাষা। এই মন্তব্যে দেশজুড়ে এমনকী বিজেপির একাংশেও বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে দেখে এখন সাফাই দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এছাড়া দ্বিতীয় ভাষা হিসাবে দক্ষিণের রাজ্যগুলি আঞ্চলিক ভাষার পর ইংরাজিকেই গুরুত্ব দেয়। দ্বিতীয় ভাষা হিসাবেও সেখানে হিন্দি চাপানোর চেষ্টা হলে দল নির্বিশেষে কড়া বিরোধিতার মুখে পড়তে হবে কেন্দ্রীয় সরকারকে।

তবে আগের মন্তব্যের ব্যাখ্যা দিলেও অমিত শাহ ফের একথা এখনও বলছেন, দেশকে এক সুরে বাঁধতে পারে এক ভাষাই। ফলে মাতৃভাষা নিয়ে ইতিবাচক কথা বললেও ভবিষ্যতের জন্য সংশয়টা শেষমেশ থেকেই গেল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ভাষা নিয়ে এগনোর আগে এভাবেই জল মেপে নিলেন বিজেপি সভাপতি। যদিও হিন্দি চাপানোর আগে দক্ষিণ ও পূর্ব ভারতের প্রতিক্রিয়া উপেক্ষা করা তাঁর পক্ষে মুশকিল।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...