Sunday, January 11, 2026

কোথায় রাজীব? খুঁজতে মহানগর জুড়ে ছুটল সিবিআই

Date:

Share post:

রাজীব কুমারের সন্ধান পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এডিজি- সিআইডি কোথায়? জানতে বৃহস্পতিবার দিনভর মহানগর থেকে বাইপাস ছুটে বেড়াল সিবিআই-য়ের টিম। চারটি দল বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তদন্তকারী সংস্থার 12 জনের যে বিশেষ দল গঠন করা হয়েছে, তারাই চার ভাগে ভাগ হয়ে তল্লাশি করে। বৃহস্পতিবার সকালে আলিপুর এসিজেএম আদালতে যান দুপক্ষের আইনজীবীরা। কোর্ট রুমে যখন শুনানির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় আদালত চত্বর থেকে ঢিল ছোড়া দূরত্বে আইপিএস মেসে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। সেখানে গিয়ে রাজীব কুমারের সম্পর্কে সন্ধান চালানো হয় বলে সিবিআই সূত্রে খবর। তবে, কীভাবে কোনও পরোয়ানা ছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

এদিকে, রাজীব কুমারের নাগাল পেতে মরিয়া সিবিআই ফের চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে। জানতে চাওয়া হয়েছে, কোন ফোন নম্বরে পাওয়া যাবে এডিজি-সিআইডি-কে? কীভাবে যোগাযোগ করা যাবে রাজীব কুমারের সঙ্গে? একই সঙ্গে বৃহস্পতিবার, পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে গিয়ে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে। 160 ধারায় দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে একটু ঢিলেঢোলা ছিল। সেই সময়ে সিবিআইয়ের গাড়ি সটান গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। অফিসাররা খোঁজখবর শুরু করেন। টের পেয়ে তৎপর হয় পুলিশ। কর্ডন করে সিবিআইকে বার করে দেওয়া হয়।

কেন্দ্রীয় দুপুরে আলিপুরের আইপিএস মেসে তল্লাশি চালানোর পরেই, বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে পৌঁছয় সিবিআইয়ের দল। রুবির মোড়ের কাছে ওই পাঁচতারা হোটেলের আনাচে- কানাচে তল্লাশি করে তদন্তকারী আধিকারিকরা হোটেলের রান্নাঘরেও পৌঁছে যান বলে খবর। তবে, হোটেলের তরফে জানানো হয়, সিবিআই কেন এসেছিল তারা জানে না। এমনকী, ‘কে রাজীব কুমার?’ এই প্রশ্নও তোলেন হোটেলের এক কর্মী।
এদিকে, সিবিআইয়ের তৎপরতার পরে রাজীবের বাসভবনের সামনেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিবিআই আধিকারিকদের নিরাপত্তার জন্যেও এসেছে এক কোম্পানি আধাসেনা। রাজ্যের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু সিবিআইয়ের চিঠির উত্তরে জানানো হয়েছে, 17 দিনের ছুটিতে রয়েছেন এডিজি-সিআইডি। এই পরিস্থিতিতে কোথায় রাজীব কুমার? তা খুঁজতে ঘাম ছুটছে দেশের প্রধান তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।

আরও পড়ুন-পার্ক স্ট্রিটে নাটক, সটান আবাসনে সিবিআই ঢুকতেই সক্রিয় পুলিশ

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...