Saturday, August 23, 2025

কোথায় রাজীব? খুঁজতে মহানগর জুড়ে ছুটল সিবিআই

Date:

Share post:

রাজীব কুমারের সন্ধান পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এডিজি- সিআইডি কোথায়? জানতে বৃহস্পতিবার দিনভর মহানগর থেকে বাইপাস ছুটে বেড়াল সিবিআই-য়ের টিম। চারটি দল বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তদন্তকারী সংস্থার 12 জনের যে বিশেষ দল গঠন করা হয়েছে, তারাই চার ভাগে ভাগ হয়ে তল্লাশি করে। বৃহস্পতিবার সকালে আলিপুর এসিজেএম আদালতে যান দুপক্ষের আইনজীবীরা। কোর্ট রুমে যখন শুনানির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় আদালত চত্বর থেকে ঢিল ছোড়া দূরত্বে আইপিএস মেসে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। সেখানে গিয়ে রাজীব কুমারের সম্পর্কে সন্ধান চালানো হয় বলে সিবিআই সূত্রে খবর। তবে, কীভাবে কোনও পরোয়ানা ছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

এদিকে, রাজীব কুমারের নাগাল পেতে মরিয়া সিবিআই ফের চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে। জানতে চাওয়া হয়েছে, কোন ফোন নম্বরে পাওয়া যাবে এডিজি-সিআইডি-কে? কীভাবে যোগাযোগ করা যাবে রাজীব কুমারের সঙ্গে? একই সঙ্গে বৃহস্পতিবার, পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে গিয়ে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে। 160 ধারায় দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে একটু ঢিলেঢোলা ছিল। সেই সময়ে সিবিআইয়ের গাড়ি সটান গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। অফিসাররা খোঁজখবর শুরু করেন। টের পেয়ে তৎপর হয় পুলিশ। কর্ডন করে সিবিআইকে বার করে দেওয়া হয়।

কেন্দ্রীয় দুপুরে আলিপুরের আইপিএস মেসে তল্লাশি চালানোর পরেই, বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে পৌঁছয় সিবিআইয়ের দল। রুবির মোড়ের কাছে ওই পাঁচতারা হোটেলের আনাচে- কানাচে তল্লাশি করে তদন্তকারী আধিকারিকরা হোটেলের রান্নাঘরেও পৌঁছে যান বলে খবর। তবে, হোটেলের তরফে জানানো হয়, সিবিআই কেন এসেছিল তারা জানে না। এমনকী, ‘কে রাজীব কুমার?’ এই প্রশ্নও তোলেন হোটেলের এক কর্মী।
এদিকে, সিবিআইয়ের তৎপরতার পরে রাজীবের বাসভবনের সামনেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিবিআই আধিকারিকদের নিরাপত্তার জন্যেও এসেছে এক কোম্পানি আধাসেনা। রাজ্যের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু সিবিআইয়ের চিঠির উত্তরে জানানো হয়েছে, 17 দিনের ছুটিতে রয়েছেন এডিজি-সিআইডি। এই পরিস্থিতিতে কোথায় রাজীব কুমার? তা খুঁজতে ঘাম ছুটছে দেশের প্রধান তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।

আরও পড়ুন-পার্ক স্ট্রিটে নাটক, সটান আবাসনে সিবিআই ঢুকতেই সক্রিয় পুলিশ

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...