কাশ্মীরকে স্বর্গ বানাতে হবে, ডাক মোদির

নতুন কাশ্মীর হবে নতুন স্বর্গ। 370 ধারায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ প্রসঙ্গে এই ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, এত দিন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন জম্মু-কাশ্মীরের মানুষ। এবার সেই সুযোগ পাবেন তাঁরা। মোদির কথায়, দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম জম্মু-কাশ্মীরের সমস্যা সমাধান করব। আমি খুশি যে দেশ সেদিকেই এগোচ্ছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সেখানকার উন্নয়নে বাধা হয়েছিল। বাকি ভারত যেসব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছিল তা জম্মু-কাশ্মীরের পক্ষে পাওয়ার সুযোগ ছিল না। সেই বাধা এখন কেটেছে। কাশ্মীরের মানুষের কাছে দিল্লি থেকে সরাসরি পৌঁছে যাবে উন্নয়নের সব সুবিধা। মোদি বলেন, কাশ্মীর সব সময় আমাদেরই ছিল। এখন প্রতিটি ভারতীয়কে স্লোগান তুলতে হবে, নতুন কাশ্মীর হবে নতুন স্বর্গ।

Previous articleলাল-হলুদের ঘরের ছেলের বিরুদ্ধে খেলতে নামবে আলেসান্দ্রোর ছেলেরা
Next articleকলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি কৌশিক চন্দ