রাজ্যের একমাত্র জীবিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভাট্টাচার্য। তাই আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এরমধ্যে কোনও চমকের বিষয় নেই। আমি যদি চুপ করে বসে থাকি, তাহলে আমি স্থবির হয়ে যাব। আপনারাও তো লেখার মশলা পেয়ে যাবেন। মঙ্গলবার শিলিগুড়িতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, আমি সক্রিয় তবে অতিসক্রিয় নই। দায়িত্ব নেওয়ার পর সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে দেখা করছি, বুঝছি, কথা বলছি। তাই আজ শিলিগুড়িতেও এসেছি।

আরও পড়ুন-ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ একাধিক রাজ্য

