Saturday, November 8, 2025

ঐতিহ্য, সাবেকিয়ানা, নিষ্ঠা আর সৌভ্রাতৃত্বের মিশেল 300 বছরের প্রাচীন চৌধুরী বাড়ির পুজো

Date:

Share post:

হুগলি চণ্ডীতলা বাকসা এলাকার এমন এক পারিবারিক পুজোর কথা আপনাদের জানাব যার সঙ্গে মিশে আছে ঐতিহ্য, সাবেকিয়ানা, নিষ্ঠা আর সৌভ্রাতৃত্বের মিশেল । 300 বছরের প্রাচীন এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন রূপনারায়ণ চৌধুরী। তিনি ছিলেন বর্ধমান মহারাজের দেওয়ান। জনশ্রুতি তাঁকে মহারাজ কয়েক বিঘা জমি দান করেছিলেন। তারপরই তিনি স্বপ্নাদেশ পান মায়ের পুজো করার। সেই থেকে আজও হয়ে আসছে এই পুজো।

মায়ের স্বপ্নাদেশে পেলেও, কীভাবে পুজো করতে হবে তা জানা ছিল না রূপনারায়ণের। তাই পায়ে হেঁটে আবার কখনও গরুর গাড়িতে চড়ে তিনি রওনা দিয়েছিলেন কাশির উদ্দেশ্যে। জানতে চেয়েছিলেন মায়ের কীভাবে পুজো করবেন। কথিত আছে কাশি যাওয়ার পথে দেবী দুর্গা থাকে স্বপ্নাদেশ দেন এবং তাকে বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের স্বপ্নাদেশ মতো এখানে কিন্তু মা দশভূজা নন, চতুর্ভূজা। এমনকি সিংহের রং সাদা ও একই চালচিত্রে থাকে বাড়ির কুলদেবতা ও রাধাগোবিন্দের মূর্তি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জৌলুস কিছুটা কমলেও এখনও কিন্তু তার বংশধররা ধুমধাম করে মায়ের পুজো, যজ্ঞ, দুঃস্থদের বস্ত্র বিতরণ, চাল বিতরন সহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জন্মাষ্টমীর পর থেকেই বাড়ির দালানে শুরু হয়ে যায় প্রতিমা তৈরি। পুজোর ক’দিন দূর-দূরান্ত থেকে সব আত্মীয়স্বজন এসে উপস্থিত হন এই বাড়িতে। সবার মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে 300 বছরের প্রাচীন এই পুজো ।ষষ্ঠী থেকে নবমী বাড়ির সবাই মিলে মায়ের আরাধনার পাশাপাশি একসঙ্গে খাওয়ার অনুষ্ঠানে মেতে থাকেন। এখনও হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান , যেখানে ঐতিহ্য ও সাবেকিয়ানা অগ্রগণ্য। উলুধ্বনি, ঢাকের শব্দে, পুরোহিত মন্ত্রোচ্চারণে যখন চতুর্দিক উদ্ভাসিত হয় তখন নিয়ম মেনে দশমীর দিনে মাকে বিসর্জন দিয়ে চোখের জল মোছেন চৌধুরী পরিবারের সদস্যরা। অবশ্য তার আগে বাড়ির সকলে মেতে ওঠেন সিঁদুর খেলায়। মায়ের বিসর্জনের আগে এক অনাবিল আনন্দে ভেসে যান বাড়ির সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে 300 বছরের এই প্রাচীন এই পারিবারিক পুজো আজও দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন-ম্যাট্রিমনিয়াল সাইটে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক

 

spot_img

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...