রাজীব কুমারের আগাম জামিন মামলা সকাল গড়িয়ে দুপুর ছুঁয়ে ফেলল। বুধবার শুনানি শুরু হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে ফের না শেষ হওয়া শুনানি শুরু হয় গড়ায় দুপুর ১.৩০ অবধি। লাঞ্চ ব্রেকের পর দুপুর দুটো থেকে ফের শুনানি শুরু হয়। গতকাল থেকে রাজীবের আইনজীবীরাই মূলত বক্তব্য পেশ করেছেন। এবার পালটা পালা সিবিআইয়ের। ফলে শুনানি দিন গড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেইসঙ্গে ডিভিসন বেঞ্চ আজ, না কাল তাঁদের রায় দেন, সে দিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন-‘সক্রিয়’ রাজ্যপাল বিকেলে যাদবপুর নিয়ে বৈঠকে
