উৎসবের সময় তাঁদের পাশে থাকে না কেউ। কিন্তু থাকে পুলিশ, প্রশাসন। মত হুগলির শেওড়াফুলি দূর্বার সমিতির। বিগত বছরগুলির মতো পঞ্চমীতে হুগলির শেওড়াফুলি দূর্বার সমিতি ও চন্দননগর পুলিশ কমিশনারেট-এর উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ন কবীর এবং শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ শুভাশিস দাস। ১১৫ জন যৌনকর্মী এবং তাঁদের সন্তানদের বস্ত্র উপহার দেওয়া হয়। উপহার পেয়ে খুব খুশি তাঁরা।
