মায়াঙ্কের ডবল, রোহিতের মিস, ভেঙে পড়ল প্রোটিয়ারা

ভারত : ৫০২/৭ (ডিক্লেয়ার)

দক্ষিণ আফ্রিকা : ৩৯/৩

কোহলির টেস্ট দলের নতুন ওপেনিং জুটি প্রথম ম্যাচেই সুপার হিট। মায়াঙ্ক আগরওয়ালের ডবল সেঞ্চুরি (২১৫ রান), রোহিত শর্মার ১৭৬ রানের দাপটে দ্বিতীয় দিনের শেষে ভারর রানের পাহাড়ে। ৭ উইকেটে ৫০২ রানে ডিক্লেয়ার করার পর শুরুতেই বিপদে প্রোটিয়রা। ৩৯ রানে হারিয়েছে ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ বৃহস্পতিবার হল বিশাখাপত্তনমে। রোহিত না পারলেও মায়াঙ্ক পারলেন। রোহিত খেলছিলেন রাজকীয় ভঙ্গিতে। কিন্তু স্ট্যাম্প আউট হলেন দুর্ভাগ্যবশত। মায়াঙ্কের সেঞ্চুরির পরেই রোহিতের স্বপ্নের দৌড় শেষ হয়। এরপর পূজারা-বিরাট- আজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে চা পানের বিরতির ঠিক আগেই জীবনের সপ্তম টেস্ট ম্যাচে প্রথম ডবল ছুঁয়ে ফেলেন মায়াঙ্ক। তাঁর দৌড় থামে ২১৫ রানে। দলের পরবর্তী কোনও ব্যাটসম্যানই তারপর চোখে পড়ার মতো খেলেননি। তবে ইনিংস ঘোষণার তাড়া থাকায় চালিয়ে খেলছিলেন সওকলেই। ব্যাট করতে নেমে বিরাটের দল স্পিনেই মাত করে।টেস্টে ফিরে এসে ফের ফর্মে অশ্বীন। পরপর তুলে নেন মারক্রাম ও পরে থিউনিসকে। আর ক্রাইসিস ম্যান জাদেজা শেষ বেলায় প্যাভিলিয়নে ফেরান ডেন পিডেটকে। ফলে দ্বিতীয় দিনের শেষে সঙ্কটে দক্ষিণ আফ্রিকা।

ভারত :
মায়াঙ্ক ক ডেন বো এলগার : ২১৫
রোহিত স্ট্যা: কক বো মহারাজ : ১৭৬
পূজারা বো ভেরন : ৬
কোহলি : ক ও বো মুথুস্বামী : ২০
রাহানে ক টেম্বা বো মহারাজ : ১৫
জাদেজা ন আ : ৩০
বিহারী ক মুথুস্বামী বো পেড : ২১
অশ্বীন ন আ : ১
অতিরিক্ত : ৮
——————————————–
মোট ৫০২ (৭ উইকেট, ১৩৬ ওভার)

উইকেট : ফিল্যান্ডার : ১, মহারাজ৷ : ৩, পেড : ১, মথুস্বামী : ১, এলগার : ১

দক্ষিণ আফ্রিকা :

মাকরান বো অশ্বীন : ৫
ব্রুন ক সাহা বো অশ্বীন : ৪
পেডিট বো জাদেজা : ০
এলগার অপরাজিত : ২৭
বাভুমা অপরাজিত : ২
—————————————-
মোট : ৩৯/৩ (২০ ওভার)

উইকেট : অশ্বীন : ২, জাদেজা : ১

Previous articleএলই না ইস্টবেঙ্গল! লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে পিয়ারলেস
Next articleনিষিদ্ধপল্লিতে উৎসবের মেজাজ