ষষ্ঠীর সন্ধেয় নিজের পাড়ার পুজো উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিই এই পুজোর সভাপতি। পুজোর কটা দিন সেখানেই তাঁকে পাওয়া যায়। প্রতিবারের মতো এবারেও পুজোর উদ্বোধন করে ঢাক বাজাতে দেখা যায় তাঁকে। এই কটা দিন রাজনীতি নয়, চুটিয়ে পুজো উপভোগ করেন বলেন জানান কল্যাণ। ধুনুচি নাচ থেকে সন্ধি পুজো নিজেই করেন তিনবারের সাংসদ।

আরও পড়ুন – মহা সপ্তমী, নবপত্রিকা স্নান দিয়ে রীতি মেনে শুরু দুর্গা পুজো

