Friday, November 14, 2025

বিরাট ছক্কায় আড়াই দশকের রেকর্ড ভাঙলেন “হিটম্যান”, ডনের সঙ্গে এক আসনে রোহিত

Date:

Share post:

স্বপ্নের ফর্মে আছেন টিম ইন্ডিয়ার “হিটম্যান” রোহিত শর্মা। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ রান। দ্বিতীয় ইনিংসে করলেন ১২৭ রান। রোহিতের ঝকঝকে ইনিংসটি সাজান আছে ১০টি বাউন্ডারি ও ৭টি বিশাল ছক্কা দিয়ে।

একই টেস্টে টানা দু’সেঞ্চুরি করাই নয়, তাঁর এই পারফরম্যান্সে একের পর এক রেকর্ড ভাঙলেন ‘হিটম্যান’। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারের মাথায় ডেন পিয়েডকে লম্বা ছয় মেরে ১৯৯৪ সালে নভজ্যোত সিং সিধুর রেকর্ড ভাঙলেন রোহিত। ঘরের মাটিতে টেস্টে এক ম্যাচে সর্বাধিক ছয় মারার রেকর্ড এখন রোহিতের ঝুলিতে ।

পরিসংখ্যান বলছে, তিন ফরম্যাটে সর্বাধিক ছয় মারার নিরিখে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন রোহিত শর্মাই। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯টি, ওয়ানডেতে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬, টি২০-তে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়লেন তিনি।

এদিন দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করার পরই রাহুল দ্রাবিড়ের একটানা ৬টি অর্ধ শতরানের রেকর্ডও ভাঙলেন রোহিত। ১৯৯৭-৯৮ সালে পরপর ৬টি অর্ধ শতরান করেছিলেন রাহুল দ্রাবিড়। এ ছাড়া ঘরের মাঠে অন্তত ১০টি টেস্ট ইনিংসে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ের নিরিখে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।

দেশের মাটিতে বিশাখাপত্তনমের প্রথম ইনিংসটি নিয়ে মোট ১৫টি টেস্ট ইনিংসে ব্যাট করেছেন রোহিত শর্মা৷ ঘরের মাঠে রোহিত শর্মার রান ৮৮৪। ব্যাটিং গড় ৯৮.২২। যা বিশ্ব ক্রিকেটে কার্যত নজিরবিহীন।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...