কয়েক ঘণ্টার মধ্যে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা

অষ্টমীর দিনও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ নবমীর দিনে উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টি বাড়বে। দশমীতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।