নবমীতেও বৃষ্টি! এবারের পুজোয় জল ঢালা শুরু সপ্তাহ খানেক আগে থেকে। তার জের থাকছে নবমীতেও। আবহাওয়া দফতরের খবর, আজ, রাজ্যের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল, নদিয়া, হুগলি আর উত্তর ২৪ পরগনায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বেশিক্ষণ স্থায়ী হবে না। শুধু নবমীব নয়, খারাপ খবর হল, আলিপুর হাওয়া দফতরের আগাম সতর্কবার্তা, দশমীতেও বৃষ্টি হবে।

কেন এই বৃষ্টি? মূলত ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। পুজোর পরেও কয়েকদিন বৃষ্টি হবে বলে আলিপুরের খবর।
