নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পেলেন ৯৬ বছরের জন বি গুডএনাফ

৯৬ বছর বয়সী জন বি গুডএনাফ নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পেলেন। ‘লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নের’ জন্য তিন বিজ্ঞানীকে এবার রসায়নে নোবেল দেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন ইতিহাস সৃষ্টিকারী জন বি গুডএনাফ এবং এম স্ট্যানলি হুইটিংগাম ও আকিরা ইয়োশিনো।

একটি টুইটে নোবেল কমিটি জানিয়েছে, ‘আমাদের জীবনে লিথিয়াম-আয়ন ব্যাটারি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই ব্যাটারি এখন মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ এবং গাড়িতে পর্যন্ত ব্যবহৃত হচ্ছে।’

প্রসঙ্গত, হুইটিংগাম ১৯৭০-এর দশকে প্রথম ব্যবহারযোগ্য লিথিয়াম ব্যাটারির উন্নয়ন ঘটান। এরপর গুডএনাফ ওই ব্যাটারির ক্ষমতাকে দ্বিগুণ করে তোলেন। এরপর আকিরা ইয়োশিনো ওই ব্যাটারি থেকে খাঁটি লিথিয়াম দূর করে লিথিয়াম আয়ন প্রযুক্তির উন্নয়ন ঘটনা। এই প্রযুক্তি খাঁটি লিথিয়াম থেকে বেশি নিরাপদ। এর ফলেই প্রাত্যহিক জীবনে এই ব্যাটারি ব্যবহার সহজ হয়েছে।

আরও পড়ুন-গোপন তথ্য ফাঁস করলেন ম্যাথু, মুকুলকে হেফাজতে নেওয়ার তথ্য-প্রমান পেয়েছে CBI