Saturday, November 15, 2025

বাংলায় দিল্লির হস্তক্ষেপ চাই, রাষ্ট্রপতি-স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন্দ্রীয় বিজেপি

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।এ রাজ্যে দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি।

এই অভিযোগ এবং দাবি নিয়ে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে বিজেপি । রামনাথ কোবিন্দ এবং অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি জানাবেন দলের নেতারা। শুধু জানানোই নয়, কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করা হবে বলে জানা গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা আগামী 15 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন।
ওদিকে, আগামিকাল, শনিবার গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসছে বঙ্গ- বিজেপি। রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাওয়া প্রতিনিধি দলে কারা থাকবেন, শনিবারই তা ঘোষণা করা হবে। সূত্রের খবর, ধর্নামঞ্চ থেকে নবান্ন অভিযানের কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। মঙ্গলবারই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুন হয়েছেন একই পরিবারের তিন জন, বন্ধুপ্রকাশ পাল (40), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল (30) ও পুত্র অঙ্গন (5)। বন্ধুপ্রকাশ RSS-এর সদস্য ছিলেন। শুধু জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নয়, নদিয়ায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় নামে পেশায় পুরোহিত এক বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শুধু বন্ধুপ্রকাশ ও তাঁর পরিবার বা নদিয়ার পুরোহিত নন, রাজ্য জুড়ে গত 4 দিনে 8 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। বঙ্গ-বিজেপির দাবি, পুলিশ নীরব, নিস্ক্রিয়। এই সব রাজনৈতিক খুনকে পারিবারিক বা সম্পত্তিগত বিবাদ হিসেবে পুলিশ দেখাচ্ছে।

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ এনে এ বার দিল্লি দরবারে বিজেপি। রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি রাজ্যে কেন্দ্রের হস্তক্ষেপের এই দাবি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...