Thursday, August 28, 2025

তরাইতে গোঁফ দিয়ে যায় চেনার মুখোমুখি সুদীপ

Date:

Share post:

সবে পুজোয় যাদবপুরে সিপিএমের স্টলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার রেকর্ড বই বিক্রি করে কদিনের ছুটিতে সপরিবার জলপাইগুড়ি আর ডুয়ার্সে গেছেন সুদীপ সেনগুপ্ত। সেখানেই বিশাল গোঁফের মুখে।

সুদীপের নিজের কথায়,” তিস্তা পাড়ে হঠাৎ ই দেখা পেলাম তাঁর।

শ্রী অশোক পাসওয়ান!

চা বা কফির সন্ধানে,
বাঁধ ধরে হাঁটতে হাঁটতে,
আমি আর অনল তখন খানিকটা এগিয়ে গিয়েছি,
সুনীতা,নেহা,মান্ডবী,দিদিভাই, তিতি রা
পিছনে আসছে,
তাঁকে দেখে, এগিয়ে গিয়ে আলাপ করতেই, পকেট থেকে অনেকগুলো ছবি বের করে দেখালেন।

বিভিন্ন পোজে তোলা তাঁর বিচিত্র ‘মোচে’র ছবি!
তার সাথেই বেশ কিছু পেপার কাটিং।

প্রায় সবকটিতেই তাঁর মোচের
ভরপুর প্রশংসা,
কোনো টির শিরোনাম-
‘মোচ দিয়ে যায় চেনা!’
কোনোটিতে আবার লেখা-
‘আজব মোচের কাহিনী”,
‘মোচ দিয়ে বিহার-বাংলা কে একসাথে বাঁধলেন অশোক!’
ইত্যাদি ইত্যাদি…

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী,
নিজেকে ‘পুঁজিপতি মোচওয়ালা’ বলে
বর্ণনা দিতে ভালো বাসেন!
কারণ জানতে চেয়ে বোঝা গেলো,
ওনার মোচের গোড়ায়,
গালের দু দিকেই, দুইটি সোনার রিং,
দাম নাকি কুড়ি হাজার টাকা!!

কথায় কথায় অশোক বাবু জানালেন,
কলকাতায় তিনি এসেছিলেন ঠিকই,
কিন্তু কলকাতার মহিলাদের তাড়নায় ঘর ছেড়ে বিশেষ বাইরে পা দিতে পারেন নি।

যেখানেই দেখা হয়েছে,
দলে দলে মহিলারা নাকি ওনার সাথে সেলফি তুলতে ভীড় জমিয়েছেন,
অনেকেই নাকি মোচ দুটিকে টেনে টেনে পরখ করেছেন, ও দুটি আসল কিনা!!

আমাদের সাথে অবশ্য
হাসি মুখে ছবি তুললেন,
ছবি তোলার আগে
বেশ খানিকটা সময় ধরে,
মোচে ‘তা’ দিয়ে নিলেন!!

জানালেন, এখনও বেশ কয়েকটা দিন
তিনি থাকবেন, জলপাইগুড়িতে,
বড়ো মেয়ের বাড়িতে!
তাঁর ছেলেরা কেউ মোচ রাখেন নি
ওনার মতো,
সেই দুঃখমোচনে তিনি এসেছেন,
দশ বছরের নাতিকে
মোচের মাহাত্ম্য বোঝাতে!!
ভবিষ্যতে সে যেন মোচ রেখে
পারিবারিক ঐতিহ্য বজায় রাখে!!

কলকাতা থেকে এখন কেউ আসলে
বিকেলবেলা তাঁর দর্শন পেতে পারেন!!

তাই এই লেখা পড়ে চলে আসুন,
জলপাইগুড়ি –
তিস্তার পাড়ে অপূর্ব সুন্দর কাশবন
আর…
অশোক বাবুর সাথে দেখা করতে!!!”

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...