পরিসংখ্যানে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত

ভারতের বিপক্ষে সর্বশেষ জয় কবে পেয়ে ছিল বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর দেওয়া পরিসংখ্যানবিদদের কাছেও একটু কঠিন হয়ে উঠেছে। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। আরেকটি ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ভালোই আলোড়ন তৈরি হয়েছে।

রেকর্ড বুকে খোঁজাখুঁজির পর জানা গেল, দিনটি ছিল ১৮ জানুয়ারি। ২০০৩ সালের এই দিনে সাফের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এর পর ১৬ বছর কেটে গেছে কিন্তু ফুটবলে ভারতকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। এরপর থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬ বারের দেখায় আর জয় মেলেনি বাংলাদেশের।

আরও পড়ুন-ধর্মঘটে হিন্দুস্থান এ্যারোনটিকসের শ্রমিক সংগঠন