বন্ধ ২০১, নাজেহাল নিত্যযাত্রীরা

টালা ব্রিজ বন্ধের জেরে নিমতা-নিউটাউন ২০১ রুটের ৫০ টি বাস বন্ধ। দৈনিক আনুমানিক ২৫ হাজার টাকা ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের। এর জেরে অনির্দিষ্টকালের জন্য এই রুটের বাস পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন জানান তাঁরা। এই দীর্ঘ বাস রুট অনেক নিত্যযাত্রীই ব্যবহার করেন। বিশেষ করে সল্টলেকের বিভিন্ন সরকারি দফতরে এই বাস ধরেই যেতেন কর্মীরা। বেলঘরিয়া থেকে শুরু করে উত্তর কলকাতা সহ বিস্তৃর্ণ অঞ্চলের মানুষ বিধাননগর ও আশাপাশের অঞ্চলে যাওয়ার জন্য এই বাসে চড়তেন।

টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হওয়ায়, যে রুট পরিবহন দফতর ২০১-এর জন্য স্থির করেছেন তাতে গন্তব্যে পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছে। বাস মালিকদের অভিযোগ, এতে জ্বালানি খরচ বেড়েছে। কিন্তু ভাড়া বাড়ানো যাচ্ছে না। রুট বদল না করলে, বাস চালানো অসম্ভব বলে মত বাস মালিকদের। পরিবহন দফতরে দরবার করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁদের। রুট নিয়ে দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুন – বন্ধ টালা ব্রিজ: নিত্যযাত্রীদের আশ্বস্ত করে বিকল্প রুটে নামছে বহু বাস