Tuesday, November 18, 2025

হার মানছে তুঘলক, দু’হাজার টাকার নোট ছাপা বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

মহম্মদ বিন তুঘলক এবার নিশ্চিতভাবেই কবরে পাশ ফিরে শোবেন।

2016 সালের নভেম্বরে, নোটবন্দির পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2000 টাকার নোট চালু করে যুক্তি দিয়েছিলেন, ‘কালো টাকা রুখতেই 2000 টাকার নোট আনা হলো’।

তিন বছরে মোদি বুঝেছেন, ওসব ছিলো নেহাতই কথার কথা। 2000 টাকার নোট চালু করে কালো টাকা রুখে দেওয়া অসম্ভব।

তাই পরবর্তী সিদ্ধান্ত,
“বেশি দামি নোট জমিয়ে রাখা এবং কালো টাকার প্রবণতা রুখতে এবার তুলে নেওয়া হবে 2000 হাজার টাকার নোট”। ইতিহাসে তুঘলকের কারেন্সি নিয়ে পাগলামির বিবরণ আছে। ইতিহাসের পাতা থেকে এবার উঠে এসে মোদির ওপর ভর করলেন সেই তুঘলক।

ইতিমধ্যেই 2000 টাকার নোট ছাপা কম
করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষে একটি 2000 টাকার নোটও ছাপেনি রিজার্ভ ব্যাঙ্ক। এক RTI-এর জবাবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে,

আরও পড়ুন – কী বলতে যাচ্ছিল উৎপল, কেন থামালেন এস পি?

■ চলতি আর্থিক বছরে 2000 টাকার কোনও নোট ছাপাই হয়নি।

■ 2016-2017 সালে 354 কোটি 20 লাখ টাকার 2000 হাজারের নোট ছাপা হয়েছিল।

■ 2017-2018 সালে তা কমে আসে 11 কোটি 15 লাখে।

■ 2018-2019 সালে তা হয় 4 কোটি 60 লাখ।
সূত্রের খবর, 2000 টাকার নোট ছাপা একেবারে কমিয়ে আনা হয়েছে। বেশি দামি নোট জমিয়ে রাখা এবং কালো টাকার প্রবণতা রুখতেই এই ব্যবস্থা বলে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এটা তুলনায় নোটবন্দির থেকে ভালো। এতে অর্থব্যবস্থায় তেমন কোনও বিশৃঙ্খলা হবে না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত 3 বছরে অন্তত 50 কোটিরও বেশি জাল টাকা বাজেয়াপ্ত হয়েছে। 2017-2018 সালে 17 হাজার জাল 2000 টাকা উদ্ধার হয়েছে। এ প্রসঙ্গে NIA-এর বক্তব্য, দামি নোটের হুবহু নকল বাড়ছে। পাকিস্তান বেশি দামি জাল নোট ছাপছে।

অর্থনীতিবিদরা বলছেন, কালো টাকা রুখতেই নরেন্দ্র মোদি 2016 সালে 2000 টাকার নোট চালু করেছিলেন। সেই সিদ্ধান্ত যে কার্যত মুখ থুবড়েই পড়েছে, এবার তা প্রমাণ হল।

আরও পড়ুন – বৌদ্ধধর্ম গ্রহণ করা নিয়ে মায়াবতীকে কটাক্ষ বিজেপির

spot_img

Related articles

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা...

বাংলাদেশি – রোহিঙ্গা তকমা! ফের অসভ্যতা সেই গিরিরাজের

ফের বাংলাদেশি, রোহিঙ্গা তকমা বাংলার মানুষকে। মিথ্যা এবং কুৎসা চলছে বিজেপির পক্ষ থেকে এবং পরিকল্পনা করে। চ্যালেঞ্জ ছুঁড়ে...

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে...

টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি...