জিয়াগঞ্জে নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের বন্ধু শৌভিক বণিকের ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। খুনের মামলায় নয়, প্রতারণার মামলায় গ্রেফতার করা হয় শৌভিককে। সাধারণ মানুষের টাকা নিয়ে অর্থলগ্নির কারবার চালাতেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন মৃত বন্ধুপ্রকাশ পালের মামাতো ভাই। এমনকী, লগ্নিকারীরাও শৌভিকের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন। সেই কারণে খুনের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ না থাকলেও, প্রতারণা মামলায় শৌভিককে গ্রেফতার করা হয়। বুধবার, আদালতে তোলা হলে তাঁকে ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন-ভিশন ২০ করছে রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
