ব্যাঙ্ক সংকটের জন্য দায়ী মনমোহন-রাজন জমানা, পাল্টা দিলেন নির্মলা

কিছুদিন ধরেই মোদি সরকারের আর্থিক নীতি নিয়ে আক্রমণ শানাচ্ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আর্থিক বৃদ্ধির শ্লথ গতি, ব্যাঙ্কিং ক্ষেত্রে সংকট, সরকারের রাজকোষ ঘাটতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন তিনি। এবার পাল্টা জবাবে রাজন জমানার দিকেই আঙুল তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বললেন, মনমোহন সিং-রঘুরাম রাজনরা ক্ষমতায় থেকে যা করে গিয়েছিলেন এখন তার ফলই ভুগতে হচ্ছে বর্তমান সরকারকে। তাঁদের সময়ই আর্থিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছিল।

নিউইয়র্ক সফরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে বক্তৃতা দিতে গিয়ে আমেরিকাবাসী রাজনের অভিযোগের পাল্টা জবাব দেন নির্মলা। বলেন, প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিং ও গভর্নর হিসাবে রঘুরাম রাজন একসঙ্গে ক্ষমতায় থাকার সময়ই দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। এরকম আর কখনও দেখা যায়নি। রাজন গভর্নর থাকার সময় পছন্দের নেতা ও প্রভাবশালীদের শুধু ফোনের ভিত্তিতেই ধার দেওয়া হয়েছে এবং সেই পাঁক থেকে বেরোতে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এখনও কেন্দ্রের জোগানো শেয়ার মূলধনের উপর নির্ভর করছে। ব্যাঙ্কের আর্থিক অবস্থায় নজরদারি না চালানো এবং অনুৎপাদক সম্পদের উৎস নিয়ে রাজনের কার্যকালকে কাঠগড়ায় দাঁড় করালেন নির্মলা। প্রশ্ন তুললেন মনমোহন ও রাজনের সময়কালে মঞ্জুর ঋণ নিয়ে দুর্নীতির বিষয়েও। রাজনের জমানায় হওয়া বহু পদক্ষেপের নেতিবাচক ফল এখন তাঁর সরকারকে ভুগতে হচ্ছে বলে বিদেশের মাটিতেই প্রতি-আক্রমণে নামলেন ভারতের অর্থমন্ত্রী।

আরও পড়ুন-খড়গপুর উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত

 

 

Previous articleখড়গপুর উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত
Next articleঅবৈধ খনিতে উদ্ধারকাজে এনডিআরএফ