দমদমের দেবাঞ্জন খুনে ত্রিকোণ প্রেম আরও স্পষ্ট হয়ে উঠছে।

তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল প্রিন্সের। দেবাঞ্জন প্রিন্সের বন্ধু। সেই সূত্রেই তরুণীর সঙ্গে আলাপ। এরপর তরুণী দেবাঞ্জনের ঘনিষ্ঠ। দুজনে লং ড্রাইভে যেত। একান্ত সময় কাটাত। প্রিন্স মানতে পারত না। ঝামেলা হত। প্রিন্স, দেবাঞ্জন দুজনেই উচ্চবিত্ত পরিবারের ছেলে। প্রচুর খরচা করত। এসব থেকেই দেবাঞ্জন হত্যার প্লট হয়েছিল বলে পুলিশের অনুমান। নবমীর রাতে বিরাটিতে গাড়ির মধ্যে গুলিতে খুন হয় দেবাঞ্জন। পুলিশ সবদিক খতিয়ে দেখছে। মেয়েটির কাছ থেকে সেদিন রাতের কিছু ভিডিও মিলেছে। সেসব দেখা হচ্ছে।
