অসম এনআরসির মুখ্য অধিকর্তা হাজেলাকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

অসমে এনআরসি লাগু করার দায়িত্ব যে আইএএস অফিসারের উপর ন্যস্ত ছিল সেই প্রতীক হাজেলাকে হঠাৎই এই দায়িত্ব থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তাঁকে অসম থেকে মধ্যপ্রদেশে বদলি করার অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতিরা তাঁদের আদেশনামায় জানিয়েছেন, যতদিন না এই বদলি কার্যকর ততদিন সর্বোচ্চ মেয়াদে ডেপুটেশনে থাকবেন এই অফিসার। একইসঙ্গে প্রধান বিচারপতি গগৈ হাজেলার দ্রুত বদলির ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছেন। আদেশনামায় হাজেলাকে বদলির কারণ উল্লেখ না করলেও অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি মন্তব্য করেন, কোনও অর্ডারই কারণ ছাড়া হয় না।

প্রসঙ্গত, আদালতের নির্দেশেই অসমে এনআরসি লাগু করার কাজে কো-অর্ডিনেটর ছিলেন অসম-মেঘালয় ক্যাডারের আইএএস অফিসার প্রতীক হাজেলা। তিনিই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় পক্ষপাতের অভিযোগও ওঠে। চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের পর দেখা যায়, হিন্দু, মুসলিম সম্প্রদায় নির্বিশেষে বহু বৈধ নাগরিকের নাম বাদ গিয়েছে। এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক মঞ্চ লাগাতার ক্ষোভপ্রকাশ করছিল। এর মধ্যে হঠাৎই এল হাজেলার বদলির অর্ডার।

আরও পড়ুন – বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল

Previous articleজোরালো ত্রিকোণ প্রেমের জেরে হত্যার সম্ভাবনা
Next articleদেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে