নোবেলজয়ীকে আজীবন সদস্যপদ দিতে চলেছে মোহনবাগান

নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ দিতে চায় মোহনবাগান। দিতে চায় বেনজির সংবর্ধনা। ইতিমধ্যে ক্লাবের তরফে সচিব চিঠি পাঠিয়েছেন অভিজিতের কাছে। কলকাতায় ২২ অক্টোবর আসার পরেই সে নিয়ে কথা হবে।

অভিজিতকে পাঠানো ক্লাব সভাপতির চিঠিতে বলা হয়েছে, অভিজিৎ বাংলা, বাঙালি ও দেশের গর্ব। দেশে ফেরার পর তিনি যদি একটু সময় বের করে ক্লাবে আসেন, তাহলে ক্লাব সদস্যরা অনুপ্রাণিত হবেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর হাতে ক্লাবের আজীবন সদস্য পদের কার্ড তুলে দেওয়া হবে। অভিজিতের আগে ক্লাবের আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো ব্যক্তিত্বকে। যদিও ২২ তারিখ রাতে কলকাতায় আসার পর ২৩ তারিখে অভিজিৎবাবুর কর্মসূচি এখনও জানা যায়নি।

আরও পড়ুন-নিমতা খুনে গ্রেফতার দেবাঞ্জনের বন্ধু