অসামাজিক ও অপরাধমূলক কাজকর্মের খবর ছিল আগে থেকেই, সেইমতো শনিবার রাতভর বসিরহাটের বাজার এলাকায় হোটেলগুলিতে হানা দিল পুলিশ। হাসনাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে আধিকারিকরা রাতভর তল্লাশি চালান।

দীর্ঘদিন খবর ছিল এলাকার বেশকিছু হোটেল ও লজে মধুচক্র চলছে। গভীর রাতে আচমকাই ওই হোটেলগুলিতে পুলিশ হানা দেয়। ঘর থেকে 4 জন মহিলা ও 4 জন যুবক হাতেনাতে পাকড়াও করে পুলিশ। এঁরা হাসনাবাদ ও বসিরহাটের বিভিন্ন জায়গার বাসিন্দা। বেআইনি হোটেলগুলি ইতিমধ্যে পুলিশ সিল করে দিয়েছে। সেগুলির পুরসভার রেজিস্ট্রেশন আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।
