গান্ধী সংকল্প যাত্রায় যাওয়ার পথে লকেটের গাড়ি আটকানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

0
3

গান্ধী সংকল্প যাত্রায় অংশগ্রহণের পথে শ্রীরামপুরের বটতলায় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি আটকানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার শ্রীরামপুর জেলা কার্যালয় থেকে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

বটতলার কাছে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে রেখে কংগ্রেস কর্মী-সমর্থকরা ব্যাপক গোলমালও করে বলে জানা গিয়েছে। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা হুগলির সংসদ সদস্যের প্রতি এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে গেরুয়া শিবির।