Saturday, May 3, 2025

অভিজিৎ-ইস্যুতে নাম না করে রাহুলদের বার্তা দিলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর নিজের দলেরই একাংশের আক্রমনের শিকার হচ্ছেন, এবার তার বিরুদ্ধেই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার কামারহাটিতে সংকল্প যাত্রা ছিল বিজেপির। সেখানেই রাজ্য সভাপতি বলেন, “আশা করি দেশের এই অর্থনীতি সঙ্কটের থেকে পরিত্রাণ পেতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামত দেবেন।” দিলীপবাবু বলেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিরাট মাপের ব্যক্তিত্ব।”

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ এই মন্তব্য করে বোঝাতে চাইলেন, অভিজিতের বিরুদ্ধে যে ধরণের আক্রমণ বিজেপির কিছু নেতা করছেন, তা দল অনুমোদন করে না। কার্যত নাম না করে রাহুল সিনহাদেরই সতর্ক করতে চেয়েছেন রাজ্য সভাপতি। এদিকে মঙ্গলবার অভিজিতের সঙ্গে দেখা হতে পারে প্রধানমন্ত্রী মোদির। তার আগে এই বার্তা দিয়ে দিলীপবাবু দলকে সংযত থাকারই বার্তা দিলেন।

আরও পড়ুন – গান্ধী সংকল্প যাত্রায় যাওয়ার পথে লকেটের গাড়ি আটকানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

এদিন দিলীপ ঘোষ একপ্রকার মেনেই নিয়েছেন, দেশের অর্থনীতি সঙ্কটের মধ্যে পড়েছে। তবে একই সঙ্গে বলেন, তিনি আশা করেন এই সঙ্কট থেকে পরিত্রাণের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ পরামর্শ দেবেন।

নোবেল পাওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের একাধিক নেতা তীব্র আক্রমণ শানাচ্ছেন অভিজিৎ বিনায়ককে। সমালোচনা করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেছিলেন, “দেখছি কারও দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে, তিনিই নোবেল পেয়ে যাচ্ছেন। জানি না এটা নোবেল পাওয়ার কোনও মাপকাঠি কিনা।” রাহুল সিনহার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। দলের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। দলের নেতা রন্তিদেব সেনগুপ্ত প্রকাশ্যেই এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন। কিন্তু তাতেও রাহুলের চেতনা ফেরেনি। রবিবার রাহুল ফের বলেছেন, “অভিজিৎবাবু তো অর্থনীতি ছেড়ে রাজনীতির ঝান্ডা ধরলেই পারেন।”

বিজেপি অভ্যন্তরের বক্তব্য, রাহুল সিনহাকে সতর্ক করতেই এবার এগিয়ে খেললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন – ফের তৃনমূলের পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

spot_img

Related articles

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...