Monday, January 12, 2026

অভিজিৎ-ইস্যুতে নাম না করে রাহুলদের বার্তা দিলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর নিজের দলেরই একাংশের আক্রমনের শিকার হচ্ছেন, এবার তার বিরুদ্ধেই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার কামারহাটিতে সংকল্প যাত্রা ছিল বিজেপির। সেখানেই রাজ্য সভাপতি বলেন, “আশা করি দেশের এই অর্থনীতি সঙ্কটের থেকে পরিত্রাণ পেতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামত দেবেন।” দিলীপবাবু বলেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিরাট মাপের ব্যক্তিত্ব।”

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ এই মন্তব্য করে বোঝাতে চাইলেন, অভিজিতের বিরুদ্ধে যে ধরণের আক্রমণ বিজেপির কিছু নেতা করছেন, তা দল অনুমোদন করে না। কার্যত নাম না করে রাহুল সিনহাদেরই সতর্ক করতে চেয়েছেন রাজ্য সভাপতি। এদিকে মঙ্গলবার অভিজিতের সঙ্গে দেখা হতে পারে প্রধানমন্ত্রী মোদির। তার আগে এই বার্তা দিয়ে দিলীপবাবু দলকে সংযত থাকারই বার্তা দিলেন।

আরও পড়ুন – গান্ধী সংকল্প যাত্রায় যাওয়ার পথে লকেটের গাড়ি আটকানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

এদিন দিলীপ ঘোষ একপ্রকার মেনেই নিয়েছেন, দেশের অর্থনীতি সঙ্কটের মধ্যে পড়েছে। তবে একই সঙ্গে বলেন, তিনি আশা করেন এই সঙ্কট থেকে পরিত্রাণের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ পরামর্শ দেবেন।

নোবেল পাওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের একাধিক নেতা তীব্র আক্রমণ শানাচ্ছেন অভিজিৎ বিনায়ককে। সমালোচনা করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেছিলেন, “দেখছি কারও দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে, তিনিই নোবেল পেয়ে যাচ্ছেন। জানি না এটা নোবেল পাওয়ার কোনও মাপকাঠি কিনা।” রাহুল সিনহার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। দলের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। দলের নেতা রন্তিদেব সেনগুপ্ত প্রকাশ্যেই এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন। কিন্তু তাতেও রাহুলের চেতনা ফেরেনি। রবিবার রাহুল ফের বলেছেন, “অভিজিৎবাবু তো অর্থনীতি ছেড়ে রাজনীতির ঝান্ডা ধরলেই পারেন।”

বিজেপি অভ্যন্তরের বক্তব্য, রাহুল সিনহাকে সতর্ক করতেই এবার এগিয়ে খেললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন – ফের তৃনমূলের পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

spot_img

Related articles

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...