তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হতেই এই ভোটকে সামনে রেখে দ্রুত বামফ্রন্টের সঙ্গে যৌথ কর্মসূচি চূড়ান্ত করতে চায় কংগ্রেস। বিষয়টি নিয়ে এখনই আলোচনায় বসতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার রাতে কংগ্রেসের এই চিঠি আলিমুদ্দিন স্ট্রিটে দিয়ে আসা হয়েছে। চিঠিতে সোমেনবাবু লিখেছেন, ‘তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে গ্রহণযোগ্য বিকল্প গড়ে তোলা আমাদের আশু কর্তব্য। কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদরের উপনির্বাচনের দিন ঘোষিত হয়েছে। এখনই সিদ্ধান্ত না নিলে বিকল্পের বার্তা দেওয়া সম্ভব নয়। তাই আর সময় নষ্ট করা ঠিক হবে না।’ প্রদেশ কংগ্রেস সভাপতির এই বার্তার সঙ্গে সহমত পোষণ করেছেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘তৃণমূলের পায়ের তলার মাটি নড়বড়ে হয়ে গিয়েছে। যাঁরা মনে করেছিলেন বিজেপি বিকল্প, তাঁরাও দুই রাজ্যের ভোটের ফলের পর বুঝতে পারছেন বিজেপি বিকল্প নয়। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সম্মিলিত ভাবে আমাদের লড়াই করতে হবে।’ এই পরিস্থিতিতে আজ, শনিবার রাজ্য বামফ্রন্টের বৈঠক বসছে। সেখানে তিন বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ও সোমেন মিত্রর চিঠি নিয়ে আলোচনা হবে।
