কুকুরের মত মরেছে বাগদাদি, আইসিস প্রধানের মৃত্যুর খবর দিয়ে বললেন ট্রাম্প

লাদেনের পর এবার বাগদাদি। গোপন সামরিক অভিযানে মার্কিন সেনা নিকেশ করল দুনিয়ার সাম্প্রতিক ত্রাস হয়ে ওঠা কুখ্যাত আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান আবু বককর আল বাগদাদিকে। শনিবার গভীর রাতে সিরিয়ার উত্তর পশ্চিমে মার্কিন সেনার বিশেষ অভিযানে জঙ্গি বাগদাদি সহ নিহত আরও অনেক আইসিস জঙ্গি। বাগদাদির সঙ্গে প্রাণ হারিয়েছে তার তিন সন্তানও। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা বিশ্বত্রাস ওসামা বিন লাদেনকে মার্কিন সেনার খতম করার অভিযানের কথা।

শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ট্যুইটেই প্রথম জল্পনা তৈরি হয়। ট্রাম্প ট্যুইটে বলেন, এইমাত্র একটা বড় ঘটনা ঘটল। বিস্তারিত পরে জানাব। এরপর রবিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প জানান, আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান বাগদাদি খতম। মার্কিন সেনারা দুর্দান্ত কাজ করেছে। ওই লোকটা কুকুরের মত মরেছে। অভিযানের সময় এই সন্ত্রাসবাদী টানেল দিয়ে চিৎকার করতে করতে কাপুরুষের মত প্রাণভয়ে পালাচ্ছিল। আইসিসের এই মাথাকে শেষ পর্যন্ত নিকেশ করা গিয়েছে। এই অভিযানে মার্কিন সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ডিএনএ পরীক্ষায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে জঙ্গি বাগদাদিকে সনাক্ত করা হয়েছে। সিরিয়ায় এই অভিযানে সাহায্য করার জন্য ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরাককে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে সন্ত্রাসবাদ দমনে এই মার্কিন সাফল্য নিশ্চিতভাবেই ট্রাম্পকে অনেকটা অক্সিজেন দেবে।

 

Previous articleযে হাতে রাজ্য-ভার, সেই হাতেই খুন্তি
Next article‘মুখোশের আড়ালে’ নেতাজি যুব সংগঠন