মদ খেয়ে কাছে যাওয়ায় প্রভুর উপর ক্ষেপে লাল। সরাসরি ক্ষোভের বহিঃপ্রকাশ। কুনকি হাতির হামলায় প্রাণ গেল মাহুতের। জলদাপাড়া জাতীয় উদ্যানের হাসিমারা বিট এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম চাউরে মাঝি (৩৫)।

জানা গিয়েছে, মদ্যপান করে হাতিকে খেতে দিচ্ছিলেন তিনি। মদের গন্ধ পেয়ে রেগে গিয়ে মাহুতকে আক্রমণ করে কুনকি হাতি মিতালি। এরপর আশঙ্কাজনক অবস্থায় আহত মাহুতকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর।

ডিএফও জানান, হাতিরা মদের গন্ধ সহ্য করতে পারে না। মদের গন্ধ পেলে তারা রেগে যায়। এদিনও তেমন ঘটনাই ঘটেছে। মৃতের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন – ফের তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
