তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় ধৃত বাজির নির্মাতা ও বিক্রেতা

কালীপুজোর রাতে তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বাজির নির্মাতা ও বিক্রেতাকে গ্রেপ্তার করল হরিদেবপুর থানার পুলিশ। গতকাল রাতে বেহালার বড়িশার ঢালিপাড়ার বিদ্যাসাগর সরণী এলাকায় বাজি পোড়ানোর সময় তুবড়ি ফেটে তার খোলের অংশ ছিটকে গিয়ে আদি দাস (৫)-এর গলার একাংশ ভেদ করে ঢুকে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে এই ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বাজি নির্মাতা ও বিক্রেতাকে ডেকে পাঠায় হরিদেবপুর থানার পুলিশ। সন্তোষজনক উত্তর না মেলায় দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে জানার চেষ্টা চলছে, বাজি বানানোর সময় তা নিয়ম মেনে উপাদান ব্যবহার করা হয়েছিল কিনা। পাশাপাশি, বাজিতে নিষিদ্ধ কোনও মশলা দেওয়া হয়েছিল কি-না।

আরও পড়ুন – তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় বাজি বিক্রেতাকে তলব

Previous articleমেয়রের উদ্যোগে জলাভূমি ভরাট রুখতে নয়া দাওয়াই পুরসভার
Next articleমদের গন্ধ সহ্য হয় না তার, রেগে মাহুতকে প্রাণেই মেরে দিল কুনকি হাতি