Monday, January 12, 2026

খড়গপুরে তৃণমূলকে সমর্থনের দাবি জানিয়ে সোনিয়াকে চিঠি মান্নানের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় কংগ্রেস দলনেতা তিনি। প্রয়োজনীয় সদস্য সংখ্যা নিয়ে প্রশ্ন থাকলেও, তিনিই বিরোধী দলনেতা। তিনি আবদুল মান্নান।

রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী 25 নভেম্বর। বামেদের সঙ্গে জোট বেঁধেই কংগ্রেস এবার তিন কেন্দ্রে আসন সমঝোতা করেছে। কালিয়াগঞ্জ আসনে বামেরা সমর্থন করবে কংগ্রেসকে। কংগ্রেস করিমপুর আসনে বামপ্রার্থীকে ভোট দিতে বলবে।
এরপর বাকি থাকে খড়গপুর-সদর আসনটি। দীর্ঘদিন এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ‘চাচা’ জ্ঞানসিং সোহনপাল। 2016-র ভোটে তিনি হেরে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছে। দিলীপবাবু এর পর লোকসভায় মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হওয়ার কারনেই এই কেন্দ্রে উপনির্বাচন। মূলত কংগ্রেস প্রভাবিত এই খড়গপুর-সদর কেন্দ্রে এখনও কিছু ভোট আছে কংগ্রেসের। কিন্তু সকলকে বিস্মিত করে খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করার দাবি জানিয়ে AICC চেয়ার পার্সন সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন আবদুল মান্নান। সোনিয়া গান্ধীকে মান্নান জানিয়েছেন, খড়গপুর সদর কেন্দ্রে দল এখন দুর্বল হয়ে গিয়েছে। তাই বিজেপিকে আটকাতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করুক কংগ্রেস।

মান্নান এ রাজ্যে বাম-কং জোটের সমর্থক। তিনি নিজেই কালিয়াগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থীকে বামেদের সমর্থনের কথা সোনিয়াজিকে জানিয়েছেন। প্রশ্ন উঠেছে, খড়গপুর সদর কেন্দ্রে কংগ্রেস এখন দুর্বল হয়েছে ধারনা হলে, তিনি বামেদের ওই আসন না ছেড়ে তৃণমূলকে ছাড়তে চাইছেন কেন? জোটসঙ্গী বামেরা কি মান্নানের এই প্রস্তাবকে সমর্থন করে তাদের সব ভোট প্রকাশ্যেই তৃণমূলকে দিতে রাজি ? রাজি না হলে তো বামেরা ওই কেন্দ্রে নিজেদের প্রার্থী দিয়েও দিতে পারে। তাহলে কোন ভরসায় মান্নান এই দাবিতে চিঠি দিলেন দলনেত্রীকে? অন্দরের খবর, মান্নানের এই প্রস্তাব সরাসরি খারিজ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আজ-কালের মধ্যেই খড়গপুর সদর কেন্দ্রে দলের প্রার্থীর নাম ঘোষনা করবে কংগ্রেস। প্রদেশ নেতাদের প্রশ্ন, কংগ্রেস, সিপিএম না তৃণমূল, আবদুল মান্নান ঠিক কোন দলে আছেন?

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...