নতুন কমিটির বর্ষপূর্তিতে মোহনবাগানসচিব টুটু বোসের বার্তায় উজ্জীবিত সভ্য সমর্থকরা । টুটুর বার্তা: কথা রেখেছি। কাজ চলছে।কিছুদিনের মধ্যেই আসছে স্পনসর ও বিনিয়োগকারী। ক্লাবকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যাব।” টুটু আরও বলেছেন: সব প্রতিশ্রুতি পালন চলছে। সোসাইটি রেজিস্ট্রেশন, লোগো, ট্রেডমার্ক থেকে শুরু করে আধুনিক ড্রেসিং রুম, কোচ রুম, রেফারি রুম, অফিস, মিডিয়া রুম, মহিলাদের শৌচাগার, সব হয়েছে। বাকি কাজও চলছে।”
