বাংলার শ্রমিকের মৃত্যু নিয়ে বিজেপি বলেছে, বাঙালি নয়, বলুন শ্রমিক মারা গিয়েছে। বিমানবন্দরে দাঁড়িয়ে কলকাতার মেয়র একহাত নিলেন বিজেপিকে। বললেন, বাংলা মায়ের কোল খালি হচ্ছে, আর বাঙালি-বিহারি রাজনীতি করছে বিজেপি? লজ্জার ব্যাপার। এই বিভেদের রাজনীতি বন্ধ করুন। মানুষের কথা ভাবুন। যেভাবে বাংলা মায়ের কোল খালি হল, তারপরেও এ কথা বিজেপির মুখে মানায় না। এ ধরণের কথা বাংলার মানুষ শুনতে রাজি নন।

ছবি- প্রকাশ পাইন
