অনেকগুলো বছর কেটে গিয়েছে তিনি বাইশ গজকে ‘আলভিদা’ জানিয়েছেন। কিন্তু তাও আজও তাঁর প্রতি সকলের ভালবাসা যেন একইভাবে বিদ্যমান। শুধু অনুরাগীদের ভালবাসাই নয়, খবরের লাইমলাইটেও তাঁকে সব সময় দেখা যায়। আর এখন তো তিনিই ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা। ঠিক ধরেছেন। কথা হচ্ছে ভারতের প্রাক্তপ্ন অধিনায়ক তথা বিসিসিআইয়ের নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তাঁর ফ্যানের সংখ্যা দিন দিন বাড়ছে বই কমছে না। তার প্রমাণ মিলেছে বেঙ্গালুরু বিমানবন্দরে।

আরও পড়ুন – দিল্লির দূষণে খেলবেন না, সৌরভকে অনুরোধ পরিবেশবিদদের


বুধবার এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকের পর ফেরার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে ভক্তদের সমাগমে আপ্লুত হয়ে পড়েন সৌরভ। এমনকি তাঁর ভক্তকূলের সঙ্গে সেলফিও তোলেন মহারাজ। সকলের আবদার মহারাজ মেনে নেওয়ায় খুশি সকলেও।

তবে এখানেই শেষ নয়, সেইসব সেলফি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন সকলের প্রিয় ‘দাদা’। ক্যাপশনে সৌরভ লেখেন, ‘বেঙ্গালুরু বিমানবন্দরে চেক ইন করার সময়… মানুষের ভালবাসা ও কৃতজ্ঞতা।’ মুহূর্তের মধ্যে বিসিসিআই প্রেসিডেন্টের পোস্ট করা সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


At the check in airport of bangalore .. love of people makes u feel so grateful pic.twitter.com/FDP2fwzg6W
— Sourav Ganguly (@SGanguly99) October 30, 2019
আরও পড়ুন – তিন ক্রিকেট কর্তাদের সাসপেন্সন বিতর্ক নিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা
