অমর্ত্য সেন-রুমা গুহঠাকুরতাকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেও

আজ, ৩ নভেম্বর। অমর্ত্য সেনের জন্মদিন। আর জন্মদিনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর টুইটারে লেখেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জন্মদিনে জানাই শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন।”


আরও পড়ুন – গোয়েন্দাদের র‍্যাডারে পাক জঙ্গিদের আত্মঘাতী হামলার ছক

অমর্ত্য সেনের পাশাপাশি, বিশিষ্ট অভিনেত্রী ও গায়িকা রুমা গুহঠাকুরতাকেও জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নিজের টুইট হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট অভিনেত্রী এবং গায়িকা রুমা গুহঠাকুরতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই”।


একই সঙ্গে কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেও প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ” “আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র প্রয়াণ দিবস। মহালয়া ও দুর্গাপুজোর সাথে ওনার নাম ওতপ্রোত ভাবে জড়িত। ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম”।


আরও পড়ুন – ফের গাড়ি দুর্ঘটনা গুরুতর জখম সঙ্গীতশিল্পী