যত কান্ড তাজমহলে, হঠাৎ হিসহিস শব্দে আতঙ্ক

যত কান্ড তাজমহলে। এবার তাজমহল চত্বরেই আতঙ্কের পরিবেশ। হঠাৎ হুড়োহুড়ি, ঠেলাঠেলি, দৌড় আরও কত কি!

তাজমহলের পার্কিং লটে শনিবার হঠাৎ হিস হিস শব্দ। পার্কিং লটের কর্মীরা বুঝতে পারছিলেন না কোথা থেকে আসছে শব্দ! একটু এদিক ওদিক অনুসন্ধান করার পরেই তাদের শিরদাঁড়ায় হিমস্রোত বয়ে গেল। তারপর পড়ি কি মরি করে দৌড়! কি দেখে দৌড়? চোখের সামনে একটা ন’ফুটের বিরাট পাইথন। সরিয়ে দেওয়া হলো পর্যটকদের। এল আরও নিরাপত্তারক্ষী। খবর গেল ওয়াইল্ডলাইফ এসওএস-এর কর্তাদের কাছে। কিন্তু তখন সেখানে জমে গিয়েছে ভিড়। সকলেই একবার চাক্ষুষ করতে চান সেই অজগরকে। পশ্চিম দিকের পার্কিং লটের ব্যাপক ভিড়ে তখন হিমশিম খাচ্ছেন বনকর্মী এবং পুলিশ। তবে পাইথন সহজে ধরা দিতে চাইনি। শেষে প্রায় দীর্ঘ ৪৫ মিনিটের চেষ্টায় ন ফুটের পাইথনকে বাক্সবন্দি করতে সমর্থ হন বনকর্মীরা। রাখা হয় বন দফতরের নিজস্ব খাঁচায়।

আরও পড়ুন – গোয়েন্দাদের র‍্যাডারে পাক জঙ্গিদের আত্মঘাতী হামলার ছক

Previous articleঅমর্ত্য সেন-রুমা গুহঠাকুরতাকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেও
Next articleখনির নীচে আটকে পড়লেন ৭০ জন শ্রমিক, তারপর যা হল