কোনও বাস বা ট্যাক্সি নয়, বিমানের জানলার কাচে সেলটেপ! ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে দিল্লিগামী স্পাইস জেটের বিমানে। বিমানে উঠেই যাত্রীরা লক্ষ্য করেন জানলার কাচ ভাঙা। সেটা জোড়া রয়েছে সেলোটেপ দিয়ে। তা দেখেই অভিযোগ জানান এক যাত্রী। ঘটনায় বিমান কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে।

হরিহরণ শঙ্করন নামে এক বিমানযাত্রী ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডেলে জানান। তিনি লিখেন, ৫ নভেম্বর দিল্লিগামী স্পাইসজেটের বিমানে উঠে তিনি দেখেন, তাঁর আসনের পাশের জানলার ভাঙা কাচটি সেলোটেপ দিয়ে জোড়া। যাত্রীদের নিরাপত্তা নিয়েও বিমান কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন হরিহরণ। এর সঙ্গে বিমানের জানলার ভাঙা কাচের ছবিও পোস্ট করেন তিনি। এই পোস্টের পরেই সতর্ক হয় স্পাইসজেট কর্তৃপক্ষ। তারা পালটা টুইট করে, স্পাইসজেটে নিরাপত্তা নিয়ে কোনও আপোস করা হয় না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তবে, জানলার কাচ ভাঙা দেখেও ব্যবস্থা না নিয়ে কেন সেলোটেপ দিয়েই কাজ চালানো হল? তার কোনও সদুত্তর দিতে পারেনি স্পাইসজেট কর্তৃপক্ষ। তবে, কি এবার বিমানে চড়ে সিট বেল্ট বাঁধার পাশাপাশি জানলার কাচও দেখে নিতে হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মনে।
Spicejet flight SG8152 (VT-SYG) Mumbai to Delhi flying (5 Nov 2019) with a broken window stuck with cello tape. Isn't it a major safety concern? Anyone listening?@flyspicejet @DGCAIndia pic.twitter.com/8gflCyEBcT
— Hariharan Sankaran (@mahamosam) November 5, 2019
আরও পড়ুন-অলিম্পিকে পদক জেতাই লক্ষ্য রানিদের
