Sunday, November 16, 2025

জানলার ভাঙা কাচে সেলোটেপ, উড়ল বিমান!

Date:

Share post:

কোনও বাস বা ট্যাক্সি নয়, বিমানের জানলার কাচে সেলটেপ! ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে দিল্লিগামী স্পাইস জেটের বিমানে। বিমানে উঠেই যাত্রীরা লক্ষ্য করে‌ন জানলার কাচ ভাঙা। সেটা জোড়া রয়েছে সেলোটেপ দিয়ে। তা দেখেই অভিযোগ জানান এক যাত্রী। ঘটনায় বিমান কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে।

হরিহরণ শঙ্করন নামে এক বিমানযাত্রী ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডেলে জানান। তিনি লিখেন, ৫ নভেম্বর দিল্লিগামী স্পাইসজেটের বিমানে উঠে তিনি দেখেন, তাঁর আসনের পাশের জানলার ভাঙা কাচটি সেলোটেপ দিয়ে জোড়া। যাত্রীদের নিরাপত্তা নিয়েও বিমান কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন হরিহরণ। এর সঙ্গে বিমানের জানলার ভাঙা কাচের ছবিও পোস্ট করেন তিনি।‌ এই পোস্টের পরেই সতর্ক হয় স্পাইসজেট কর্তৃপক্ষ। তারা পালটা টুইট করে, স্পাইসজেটে নিরাপত্তা নিয়ে কোনও আপোস করা হয় না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তবে, জানলার কাচ ভাঙা দেখেও ব্যবস্থা না নিয়ে কেন সেলোটেপ দিয়েই কাজ চালানো হল? তার কোনও সদুত্তর দিতে পারেনি স্পাইসজেট কর্তৃপক্ষ। তবে, কি এবার বিমানে চড়ে সিট বেল্ট বাঁধার পাশাপাশি জানলার কাচও দেখে নিতে হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মনে।

আরও পড়ুন-অলিম্পিকে পদক জেতাই লক্ষ্য রানিদের

 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...