পাক সুন্দরীর সবুজ চোখের মোহে পড়ে সব গোপন তথ্য দিয়েছিলেন দুই ভারতীয় জওয়ান। আর জেরে গ্রেফতার করা হয় তাঁদের। পাকিস্তানি জঙ্গি সংগঠনকে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ২ জওয়ানের বিরুদ্ধে। বুধবার সকালে সিবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ টিম রাজস্থানের যোধপুর স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে জয়পুরে যাওয়া হয়েছে।

সেনা সূত্র খবর, পাকিস্তানকে তথ্য পাচার করার অভিযোগ রয়েছে পোখরানে কর্মরত নায়ক রবি বর্মা ও বিচিত্র ভোরার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে যোগাযোগ হয় জওয়ানদের। পাকিস্তানে বসেই ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতেন ওই আইএসআই-এর মহিলা এজেন্ট। ওই পাক সুন্দরীর রূপে মশগুল ছিলেন। হানিট্র্যাপে পড়ে নিয়মিত সেনাবাহিনীর গোপন তথ্য মহিলাকে দিতেন রবি বর্মা ও বিচিত্র ভোরা। গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে তাঁদের উপর নজরদারি চলানো হচ্ছিল। তারপরই দুই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। কী কী তথ্য পাচার করা হয়েছে, কে কে এর সঙ্গে জড়িত- তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন-ফের বিক্ষোভ-প্রতিবাদে নাজেহাল পথচারীরা
