বার্লিন-কর্তারপুর-অযোধ্যা জুড়লেন প্রধানমন্ত্রী

কর্তারপুর করিডোর খুলে দেওয়ার সঙ্গে দুই জার্মানির মিলনের ঘটনার তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ বছর আগে ৯ নভেম্বরেই ভেঙ্গে গিয়েছিল দুই জার্মানির পাঁচিল। মিলে গিয়েছিল দুই জার্মানি। কত মানুষ ফিরে পেয়েছিল তার হারানো জনকে। কত হাত তার হারানো জনের হাতে হাত রাখতে পেরেছিল। কর্তারপুর করিডোর খুলে দেওয়ার পর সেই ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বললেন, এ যেন সেই অনুভূতি, জার্মানির ঘটনার পুনরাবৃত্তি। রিউনিফিকেশন। এর জন্য আমি ধন্যবাদ জানাই পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকেও। ভারতের দিক থেকে করিডরের উদ্বোধন হলো শনিবার। পাকিস্তানের দিক থেকেও করিডরের উদ্বোধন করবেন ইমরান খান। আর এই দিনেই অযোধ্যা নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম সুপ্রিম কোর্টের। দুই ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন এখন দেশ গড়ার কাজ। সকলকে হাতে হাত মিলিয়ে সেই কাজই করতে হবে।