বুলবুলের দাপটে নাকাল রাজ্যবাসী। বিশেষত দুই ২৪ পরগণনা ও পূর্ব মেদিনীপুর ক্ষতিগ্রস্থ হয়েছে বেশি। নেই অনেকের মাথার ওপর ছাদ, নেই খাবার জন্য উপযোগ্য খাদ্য ও পানীয় জল। এরই মধ্যে বসিরহাট মহকুমায় পাঁচজনের মৃত্যি হয়েছে।

জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ থানার মালেকঘুমটিতে ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছে সুচিত্রা মন্ডলের। গাছ চাপা পড়ে বসিরহাটের গোখনার রেবা মন্ডলের মৃত্যু হয়েছে। সন্দেশখালির মধ্যে থুরাপুরের আমিনা বেরা, সন্দেশখালি দাড়ির জঙ্গল এলাকায় বিদেশি সর্দার ও অন্যদিকে বসিরহাটের মাটনিয়ায় বিদ্যুতের খুঁটি পড়ে বছর উনপঞ্চাশের মইদুল গাজীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন – ক্লান্তিহীন কান্তি, নিজের বাড়িতেই খুললেন ত্রাণ শিবির

বসিরহাটের এসডিও বিবেক ভস্মে এ বিষয়ে জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু খবর এসেছে। প্রাথমিকভাবে ১৩ হাজার বাড়ি খতিগ্রস্থ হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। ফসলের ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ জানা গিয়েছে, দ্রোন উড়িয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি করা হচ্ছে।

আরও পড়ুন – ৩ মৃত্যু, তলিয়ে গেল জেটি, লঞ্চ
