ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন মহারাষ্ট্রে, কাল সুপ্রিম কোর্টে শিবসেনার আর্জির শুনানি

এনসিপিকে দেওয়া রাজ্যপালের সময়সীমা শেষ হওয়ার প্রায় পৌনে তিন ঘন্টা আগেই আগামী ছ’ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হল মহারাষ্ট্রে। চলতি পরিস্থিতিতে কোন দলই স্থিতিশীল সরকার গঠন করতে পারবে না জানিয়ে মঙ্গলবার সকালেই কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল। সেই সুপারিশ অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর তাতে সম্মতি দেন রাষ্ট্রপতি। ফলে আজ থেকেই মহারাষ্ট্রে বলবৎ হল রাষ্ট্রপতি শাসন।

এদিকে রাষ্ট্রপতি শাসন জারির তীব্র সমালোচনা করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। তিন দলই বলেছে, বিজেপিকে ঘোড়া কেনাবেচার সুযোগ করে দিতেই তড়িঘড়ি এই ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসন জারি ও তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা না বাড়ানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ক্ষুব্ধ শিবসেনা। শোনা যাচ্ছে, কংগ্রেসের আইনজীবী সাংসদ কপিল সিব্বল লড়বেন শিবসেনার হয়ে। কাল বুধবার সকালেই মামলাটি ওঠার কথা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন