ডেডলাইন শেষের আগেই কেন রাষ্ট্রপতি শাসন, তোলপাড় মহারাষ্ট্র

এনসিপিকে দেওয়া সময়সীমা শেষের আগেই মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন। রাজ্যপাল জানিয়েছেন, কেউ সরকার গড়তে পারছে না। তাই এই সিদ্ধান্ত। রাজ্যপালের সুপারিশ মঞ্জুর করে রাষ্ট্রপতিকে পাঠায় কেন্দ্র। তিনি সই করেন। কিন্তু এত তাড়াহুড়ো কেন? অভিযোগ, মোদি বিদেশ সফরের আগেই কেন এই পর্ব শেষ করতে চেয়েছিল বিজেপি। ক্ষিপ্ত শিবসেনা সুপ্রিম কোর্টে ছুটেছে। নিজেদের মধ্যে কথা বলছে কংগ্রেস-এন সি পি। আশঙ্কা, এখন দলবদলের চেষ্টা শুরু হবে। নিজেদের হাতে থাকা রাজ্যে নাস্তানাবুদ হয়ে বিড়ম্বনায় বিজেপি। আর কেউ সরকার গড়তে পারুক বা নাই পারুক, ডেডলাইন শেষের আগে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করায় সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন – মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

Previous articleছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন মহারাষ্ট্রে, কাল সুপ্রিম কোর্টে শিবসেনার আর্জির শুনানি
Next articleমুখ্যমন্ত্রীর সফরের আগে আগ্নেয়াস্ত্র সহ জালে ২দুষ্কৃতী