বিশ্বের সবথেকে দামি হাতঘড়ি, বিক্রি হল ২২৬ কোটি টাকায়

বিশ্বের সবথেকে দামি হাতঘড়ি। যা রেকর্ড মূল্যে নিলাম হল।নিলামে ওই হাতঘড়ির দর উঠল ভারতীয় মুদ্রায় ২২৬ কোটি টাকা। সুইজারল্যান্ডের জেনিভায় সুইস কোম্পানির প্যাটেক ফিলিপের একটি ঘড়ি নিলাম হয়। নিলামে প্যাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম ৬৩০০এ-০১০ মডেলের ঘড়িটির এই বিপুল দর ওঠে। তবে ঘড়িটি যিনি কিনেছেন তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি।

এই হাতঘড়িটিতে নাকি রয়েছে ১ হাজার ৩০০ বেশি ছোট-বড় পার্টস। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ঘড়িটিতে দু’টি ডায়াল রয়েছে। যার একটি রোজ গোল্ড এবং অন্যটি আবলুস রঙের। ঘড়িটিতে ঘণ্টা, মিনিট, সেকেন্ডের পাশাপাশি পাওয়া যাবে দিন, মাস ও বছর। লিপ-ইয়ারেরও হিসেব করা যাবে। এছাড়াও ধূলিকণা ও আর্দ্রতা থেকে রক্ষা করার মতো প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এই ঘড়িতে।

ডাচেন মাসকুলার ডেস্ট্রফি নামে একটি জিনঘটিত রোগের জন্য অর্থ সংগ্রহ করতে ওই নিলামের আয়োজন করেছিল প্যাটেক ফিলিপ।