সাংবিধানিক বেঞ্চে শবরীমালা মামলা

শবরীমালা মন্দিরের রিভিউ পিটিশন মামলার রায় হল না। মামলা গেল সাংবিধানিক বেঞ্চে। এই বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্যের সাতজন বিচারপতি। অমিমাংসিত মেয়েদের মন্দিরে মেয়েদের প্রবেশ করার অধিকার নিয়ে ৫ বিচারপতি মধ্যে তিন বিচারপতি জানান এই মামলা আরও বড় বেঞ্চের কাছে যাওয়া দরকার। যার মধ্যে রয়েছেন রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বিচারপতি চন্দ্রচূড় সহ দুই বিচারপতি আগের রায়ের স্বপক্ষে মত দেন। ফলে ৩-২ ভোটে মামলা গেল সাংবিধানিক বেঞ্চে।

Previous articleপ্রচারে সকলেরই দাবি, করিমপুরে তাঁরা জিতছেন!
Next articleবিশ্বের সবথেকে দামি হাতঘড়ি, বিক্রি হল ২২৬ কোটি টাকায়